শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত উত্তরবঙ্গ রেঞ্জের রাজ্য পুলিশের আইজির অফিসের সামনে গতকাল রাতে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটলো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,একটি ছোট গাড়ি চেকপোস্ট এলাকার একটি হোটেলে থেকে দুই ব্যক্তি চম্পাসারি দিকে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়েন। দ্রুত গতিতে ছুটে যাওয়া ওই ছোট গাড়িটা আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে বিদ্যুতের খুঁটি এবং তার ভেঙে ছিঁড়ে পড়ে গাড়ির ওপর। দুর্ঘটনায় গুরুতর জখম হন গাড়িতে থাকা দুই ব্যক্তি।জখম দুই ব্যক্তির নাম প্রদীপ থারানী এবং সুদীপ ঝাওয়া।আহতদের মধ্যে একজন সিকিমের এর বাসিন্দা।
ভক্তিনগর থানা সূত্রে জানা গিয়েছে,এদিন রাত ঠিক সাড়ে এগারটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আশঙ্কাজনক দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করে। কিছুক্ষণ বাদেই ক্রেনের সাহায্যে ওই দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিকে বিদ্যুতের খুঁটি এবং তার এর ভেতর থেকে বের করে থানায় নিয়ে যাওয়া হয়।এদিকে এদিন দুর্ঘটনার জোরে ৩১নং জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।