ফের শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস রোডের আশিঘড় পাওয়ার হাউসের পাশে দুর্ঘটনা! লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা মহিলার ।
জানা গিয়েছে, এদিন সকালে স্বামী ও স্ত্রী ফকদইবাড়ি থেকে আশিঘরের দিকে বাইক করে যাচ্ছিলেন সেই সময় লড়িটি পাশ কেটে যেতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে পিছনে চাকায় পরে যায় মহিলাটি এবং পিষ্ট হয়ে যায় গাড়ির চাকায় বলে জানা যায় এলাকাবাসী মারফত। পুলিশ সুত্রে খবর, মৃত মহিলার নাম রুনা সিংহ বয়স আনুমানিক ৩৭ বছর। আহত হয় তার স্বামী রঞ্জন সিংহও। এদের বাড়ি ডাবগ্রাম-২ অঞ্চলে ফকদই বাড়ি এলাকায়। এদিন এই ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, প্রায়শই ইস্টার্ন বাইপাস রোড সংলগ্ন এলাকায় একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটতে লক্ষ্য করা গেছে। এদিন সকালে সেরকমই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল ইস্টার্ন বাইপাসে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বাইকে থাকা এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। এদিন এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে আশিঘর ফাঁড়ি পুলিশ। কেন একই জায়গায় বারংবার দুর্ঘটনা ঘটছে সেই বিষয়ে খতিয়ে দেখছেন তাঁরা। এই ঘটনার পর এলাকাবাসীর মনে এক আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে।








































