শিলিগুড়ি মহাকুমার বিধাননগরে বিজলিমুনি এলাকায় মতিধর চা বাগানে বনদপ্তরের খাঁচায় ধরা পরল চিতাবাঘ।
জানা গিয়েছে,দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই গোটা ব্লকের একাধিক জায়গায় লাগাতার চিতাবাঘের থাবার ঘটনা ঘটেছিল তবে একটিও চিতাবাঘ ধরা পড়েনি।স্থানীয় চাশ্রমিকদের দাবি,বেশ কয়েকদিন থেকে চা বাগান এলাকায় চিতাবাঘ দেখা গিয়েছিল এরপরই বাগডোগরা এলিফ্যান্ট স্কোয়াডের বনকর্মীরা চা বাগানের মাঝে একটি খাঁচা বসান। এদিন সেই খাঁচাতেই একটি পুর্ণ বয়স্ক চিতাবাঘ বন্দি হয়।
এদিন চিতাবাঘটিকে জখম অবস্থায় উদ্ধার করা হয়।এরপরই ঘটনাস্থলে পৌঁছে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বলেই জানা গিয়েছে।









































