আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত পানিঘাটা মোরের একটি পানের দোকানে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে চম্পট দিল একদল দুস্কৃতি।
জানা গিয়েছে, এদিন সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দেখেন দোকানের পাল্লা ভাঙা অবস্থা পড়ে রয়েছে।এবিষয়ে তিনি জানান, গত ছয় বছর ধরে এই এলাকায় ব্যাবসা করছেন তিনি।পানের দোকান থেকে সম্প্রতি রকমারি কৃত্তিম ফুল ও রাখছিলেন।গতকাল রাতে প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ী যান।আজ সকালে এসে দেখেন দোকানের সমস্ত সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুস্কৃতিরা।বাগডোগরা থানায় অভিযোগ জানান তিনি।
এদিকে দুষ্কৃতীদের হদিশ পেতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাগডোগরা থানা পুলিশ।