লালকেল্লায় আন্দোলনের নামে যে সমস্যা হচ্ছে তার জন্য প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করছে। অবশ্যই এসবের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে বলে দাবি করছেন অনেকে। আর এই জন্য, বর্তমানে বেশ কিছু ভুয়া খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। তাই বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রোফাইল সাসপেন্ড শুরু করলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Twitter। twitter তরফে কারন স্বরূপ জানানো হয়েছে তারা বেশকিছু উস্কানি মূলক তথ্য পরিবেশন করছিল সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। এরপাশাপাশি ভুল খবরও পরিবেশন করছিল বলেই অভিযোগ।
জানা গিয়েছে, টুইটার কর্তৃপক্ষ বেশ কিছু ব্যক্তির একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বামপন্থী নেতা মোহাম্মদ সেলিমের একাউন্ট। একইসাথে কৃষক একতা মোর্চা নামে একাউন্টকে সাসপেন্ড করে দিয়েছে টুইটার।
মুলত, প্রত্যেকেরই টুইটার হ্যান্ডেল আইনগত কারণে করা হয়েছে।এছাড়াও রিপোর্টে জানানো হয়েছে ইতিমধ্যেই ২৫০ এর বেশি একাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। প্রধান কারণ হিসেবে জানানো হয়েছে বিভিন্ন অসংযত মূলক এবং উস্কানিমূলক কথা সোশ্যাল মিডিয়া মারফত ছড়িয়ে দেওয়ার জন্যই তাদের টুইটার হ্যান্ডেল সাসপেন্ড করা হয়।











































