বিধানসভা ভোট ঘোষণা হওয়ার অনেকদিন আগে থেকেই চলছে ভোট নিয়ে নানা রকম জল্পনা-কল্পনা। ইতিমধ্যেই দেখা গিয়েছে শহরজুড়ে বিভিন্ন রকমের পোস্টার। এবার একুশের নির্বাচনের আগেই প্রার্থী ঘোষনার আগে তৃণমূলের পোস্টার ঘিরে চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে।
জানা গিয়েছে, স্থানীয়রা লক্ষ্য করে “ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমরা ভূমিপুত্র চাই” পোস্টারের নিচে লেখা আমরা দিদির তৃণমূল কংগ্রেসের সৈনিক নামে ব্যানার টানানো। একে ঘিরে সরগরম রাজনীতি মহল। এই বিধানসভা কেন্দ্রে গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল গৌতম দেব। তবে সকলের মধ্যে প্রশ্ন ঘোরাফেরা করছে এর মধ্যে গোষ্ঠী কোন্দল এর কারনেই কারণে এই ব্যানার কিনা? অন্য দিকে ভূমিপুত্র বলতে কি বোঝাতে চাইছে তানিয়ে প্রশ্ন উঠেছে সকলের মনে।
এদিন এবিষয়ে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ প্রামাণিক বলেন, বিভ্রান্তিমূলক ঘটনা সৃষ্টির জন্যই এই কাজ। এ বিষয়ে বিজেপির হাত থাকতে পারে বলে মনে করছেন তিনি কারণ ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে প্রচার উন্নয়নমূলক কাজ করেছে গৌতম দেব সে ক্ষেত্রে এরকম হবার কোনো বিষয় আসছে না বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি এও বলেন, দলের প্রার্থী বাছাই করবে দলনেত্রী নিজেই এ বিষয়ে অন্য কারোর কোন মন্তব্য থাকতে পারে না। এদিন এ বিষয়ে সরাসরি তিনি তোপ করেন বিজেপিকে তিনি বলেন, এর আগেও দাদার অনুগামী রাজীব বন্দ্যোপাধ্যায় এর মতো বহু পোস্টার পড়েছে এলাকায় এবারও একই ঘটনা ঘটল। তবে কে বা কারা করল সে বিষয়ে সঠিক ধারনা না থাকলেও বিজেপির দিকেই আঙুল তোলেন তিনি। তবে গৌতম দেব যে ভূমিপুত্র নন সে বিষয়ে তার কাছে তার বক্তব্য জানতে চাওয়া হলে উত্তর দিতে রাজি হননি তিনি। এদিকে এদিনের এই পোস্টার যে ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে চাঞ্চল্যের সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য।