রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। মঙ্গলবার থেকে প্রথম দফার ৩০ বিধানসভা আসনের মনোনয়ন জমার কাজ শুরু হয়েছে। আগামী শুক্রবার থেকে দ্বিতীয় দফার ৩০ আসনের মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হবে। এরই মাঝে বড় ঘোষনা নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মমতা বন্দোপাধ্যায়। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে এই ঘোষণা আগেই করে এসেছিলেন তিনি। সেই সূত্রে আগামী ১১ মার্চ নন্দীগ্রাম কেন্দ্রের জন্যে মনোনয়ন পেশ করতে চলেছেন তিনি।
তৃণমুল সূত্রে খবর, তমলুক অথবা হলদিয়া প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করবেন মমতা বন্দোপাধ্যায়। নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি টিএমসি।সূত্রের খবর শীঘ্রই তালিকা প্রকাশ হতে চলেছে। রাজ্যের ২৯৪ বিধানসভা আসনের মধ্যে একমাত্র আসন নন্দীগ্রাম যেখানে প্রার্থী হতে চেয়েছেন মমতা বন্দোপাধ্যায় নিজেই। বিজেপি এই কেন্দ্রে তাদের প্রার্থী কে হবে তা এখনও ঘোষণা করেনি। তবে মমতা বন্দোপাধ্যায় যেদিন নন্দীগ্রাম আসনে নিজের নাম ঘোষণা করেন সেদিনই বিজেপি নেতা, নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হাফ লাখ ভোটে হারাবেন তৃণমূল সুপ্রিমো’কে। রাজনৈতিক মহলের ধারণা বিজেপি নন্দীগ্রাম আসন থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করবে। ফলে এই হাইপ্রোফাইল কেন্দ্র’কে ঘিরে নজর গোটা দেশের। সেই কেন্দ্রের জন্যেই আগামী ১১ মার্চ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়।
দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের নেতাদের এই বিষয়ে জানিয়েছেন তিনি। মোট ৩ দিন প্রস্তুত রাখা হচ্ছিল। তবে ১১ তারিখেই মমতা বন্দোপাধ্যায় মনোনয়ন পেশ করবেন এটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে।গত কয়েকদিন ধরেই নন্দীগ্রামে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। মমতা বন্দোপাধ্যায়ের নাম নিয়েই চলছে দেওয়াল লিখন। তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা শুরু করে দিয়েছেন ঘরে ঘরে গিয়ে প্রচার। চলছে সভা, মিছিল। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রাম আসনে ভোট গ্রহণ হবে। তার নোটিফিকেশন হবে শীঘ্রই। ১১ তারিখ শিবরাত্রি’র পুজো রয়েছে। ফলে ওই শুভ দিন বেছে নিয়েছেন তিনি মনোনয়ন পেশের জন্যে। সূত্রের খবর বেলা ১২টার পরে শুভ সময় দেখে তিনি পেশ করতে চলেছেন মনোনয়ন। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে তিনি নন্দীগ্রামে সভা ও রোড শো করতে চলেছেন।