১৪৮ গ্রাম ব্রাউনসুগার সহ শিলিগুড়ি থেকে গ্রেফতার ১।

লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ শিলিগুড়ি থেকে গ্রেপ্তার ১জন।

প্রসঙ্গত,শহরের গা ঘেষে ৩টি আন্তর্জাতিক সীমানা থাকায় শিলিগুড়ি শহরকে বিভিন্ন অসামাজিক কাজের করিডর হিসেবে ব্যাবহার করছে অসাধু ব্যাবসায়ীরা।ফলে যেমন ভাবে বারছে নেশার ব্যবহার,তেমনি নেশায় পরে সর্বনাষ হচ্ছে নতুন প্রজন্ম।পুলিশী ধরপাকর অব্যাহত থাকলেও অবৈধ কার্যকলাপ বন্ধ হয়নি এক বিন্দুও। তাই মাঝে মধ্যই বিভিন্ন নেশার সামগ্রি সহ অসাধু ব্যাবসায়িরা পুলিশি জালে ধরা পরছে। এদিন এমনি এক নেশার দ্রব্য বিক্রির চক্রকে হাতে-নাতে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

গোপন সুত্রের ভিত্তিতে ফুলবাড়ি টোল গেটে অভিযান চালায় তারা।অভিযানে মিজানুর শেখ নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয় ১৪৮গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মুল্য আনুমানিক দেরলক্ষ টাকা।পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত ব্যাক্তির বাড়ি নদীয়ার কাশি পাড়ার শিলিগ্রামে।ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরেই এই ধরনের আসামাজিক কর্মকান্ডে যুক্ত।এই অবৈধ কাজে যুক্ত থাকা বাকিদের খোজে তল্লাশি শুরু করেছে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here