সাতসকালে বর্ধমান রোডের গোডাউনে ভয়াবহ আগুন! খবর ছড়িয়ে পড়তেই প্রচার ছেড়ে ঘটনাস্থলে পৌঁছাল রাজনৈতিক দলের নেতারা!

সাত সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা জলপাইমোড়ের কাছে।সেই আগুনে ভস্মিভূত হল ৭ টি দোকান ও ২ টি গুদাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পেছনের দিকে গুদাম থেকে আগুন লাগে।তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের হোটেল, সেলুন,গ্যারেজ ও অন্যান্য দোকানে।খবর পেয়ে দমকলের ৪ টি ইঞ্জিন গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কোনও দোকানেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।আগুনের জেরে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আর সেই খবর পেতেই প্রচার ছেড়ে তড়িঘড়ি সেখানে পৌঁছাল রাজনৈতিক দলের নেতা থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থীরা।কেউ করলেন দোষারোপ।কেউ আবার ব্যবসায়ীদের পাশে থাকবেন বলে জানালেন।এদিন আগুনের খবর পেয়ে সেখানে যান মন্ত্রী গৌতম দেব, জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার, বিজেপি জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল, বিজেপি নেতা শঙ্কর ঘোষ, খুশবু মিত্তল।সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা।এরপর সেখানে পৌঁছান অশোক ভট্টাচার্য।তিনিও বেশকিছুক্ষণ সেখানে ছিলেন।খোঁজখবর নেন। শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে সকলে আবার প্রচারে বেরিয়ে পড়েন। তবে নির্বাচন আসায় সকলেই যে মানুষের পাশে থাকতে চাইছেন এদিনের ঘটনায় তা একেবারেই স্পষ্ট হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here