উত্তরের চা বলয়ের শ্রমিকদের বোনাস নিয়ে আজ কোলাকাতায় পঞ্চম বোনাস বৈঠক আয়োজিত হচ্ছে এর পূর্বে চারটা বোনাস বৈঠক ভেস্তে গিয়েছে। সমস্ত শ্রমিক সংগঠন ২০% বোনাসের দাবিতে অনঢ়।
মঙ্গলবার সকাল থেকে উত্তরের প্রায় প্রতিটি চা বাগানে ২০% বোনাসের দাবিতে গেট মিটিং এ সামিল হয় বাগানের শ্রমিকরা । মঙ্গলবার কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া,চিঞ্চুলা,ডীমা,ভাতখাওয়া সহ একাধিক বাগানে ২০% বোনাসের দাবিতে চলে গেট মিটিং শ্রমিকরা স্পষ্ট জানান ২০% বোনাস তাদের লাগবে।
আজকের বোনাস বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই দিকে তাকিয়ে রয়েছে উত্তরের প্রায় ৫ লক্ষ চা শ্রমিক।