উত্তরের চা বলয়ের শ্রমিকদের বোনাস নিয়ে কলকাতায় পঞ্চম বোনাস বৈঠক

উত্তরের চা বলয়ের শ্রমিকদের বোনাস নিয়ে আজ কোলাকাতায় পঞ্চম বোনাস বৈঠক আয়োজিত হচ্ছে এর পূর্বে চারটা বোনাস বৈঠক ভেস্তে গিয়েছে। সমস্ত শ্রমিক সংগঠন ২০% বোনাসের দাবিতে অনঢ়।

মঙ্গলবার সকাল থেকে উত্তরের প্রায় প্রতিটি চা বাগানে ২০% বোনাসের দাবিতে গেট মিটিং এ সামিল হয় বাগানের শ্রমিকরা । মঙ্গলবার কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া,চিঞ্চুলা,ডীমা,ভাতখাওয়া সহ একাধিক বাগানে ২০% বোনাসের দাবিতে চলে গেট মিটিং শ্রমিকরা স্পষ্ট জানান ২০% বোনাস তাদের লাগবে।

আজকের বোনাস বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই দিকে তাকিয়ে রয়েছে উত্তরের প্রায় ৫ লক্ষ চা শ্রমিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here