আজ ডাবগ্রাম ২নং অঞ্চলের ঢাকেশ্বরী মন্দিরের মাঠে নারী দিবস উপলক্ষে সেল্ফ হেল্প গ্রুপ এর কর্মীদের নিয়ে এক সভার আয়োজন করলেন প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী গৌতম দেব।
জানা গিয়েছে, যে এদিন সকাল থেকে মন্ত্রী নিজে বিভিন্ন জায়গায় গিয়ে সেই সব এলাকার সেল্ফ হেল্প গ্রুপ এর সাথে যুক্ত মহিলাদের সাথে কথা বলেন এর পাশাপাশি ঢাকেরশরী মন্দির এর মাঠে এক সভার আয়োজন করা হয়। এদিন সভামঞ্চ থেকে তিনি নিজে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার কথা সেল্ফ হেল্প গ্রুপ এর কর্মীদের সম্মুখে তিনি তুলে ধরেন।
এদিন এই অনুষ্ঠানে গৌতম দেব ছাড়াও জেলা পরিষদের কর্মদক্ষ দেবাশীষ প্রামাণিক,ডাবগ্রাম ২নং অঞ্চলের প্রধান সহ সেল্ফ হেল্প গ্রুপ এর বহু নেত্রীরা উপস্থিত ছিলেন।