তিস্তার জলে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে সেনার ক্যাম্পের বাক্স পেয়ে সেনাবাহিনীকে ফিরিয়ে দিলো বাসিন্দারা

জলপাইগুড়ি ঃ- তিস্তার জলে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে সেনার ক্যাম্পের বাক্স পেয়ে সেনাবাহিনীকে ফিরিয়ে দিলেন জলপাইগুড়ি পাহাড়পুরের জালিয়া পাড়ার বাসিন্দারা। বাক্সে সেনাবাহিনীর কাজের বিভিন্ন যন্ত্রাংশ ছিল বলে দাবি। সব যন্ত্রাংশ সেনা বাহিনী গাড়িতে তুলে নিয়ে যায়।

বুধবার সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিকে কেন্দ্র করে বন্যা পরিস্থিতি রূপ নেয় সিকিম। এরপরেই পাহাড়ি নদীর জলে তলিয়ে ২৩জন সেনা সহ সাধারণ মানুষও জলের তলায় তলিয়ে যায়। জলপাইগুড়ি জেলার তিস্তা নদী থেকে এখনও ২১জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিকে গতকাল রাতে ক্রান্তিতে সেনার বোম ফেটে মৃত্যু ও জখম হয় কয়েকজন। জেলা প্রশাসনের তরফে সেনাবাহিনী ক্যাম্পের সামগ্রী যারা যাতা তিস্তা থেকে উদ্ধার করেছেন সকলকে ফিরিয়ে দিতে বলা হয়েছে। গতকাল তিস্তা নদীতে কাঠ কুড়োতে গিয়ে পাহাড়পুরের জালিয়া পাড়ার বাসিন্দা নবিউল ইসলাম সেনার বাহিনী ক্যাম্পের বাক্স জল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলেন। এরপর স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।

শুক্রবার সেনা বাহিনী গ্রামে এসে বাক্স বাজেয়াপ্ত করে নিয়ে যায়। এবং এই ধরণের সামগ্রী কেউ যদি পেয়ে থাকেন দুর্ঘটনা এড়াতে সেগুলো সেনা বাহিনীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় সেনাবাহিনী তরফে। অন্যদিকে এ দিনও তিস্তা নদীতে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। এনডিআরএফ নদীতে টহল ও নদীর পাড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। সঙ্গে সেনাবাহিনী দুর্বিনের সাহায্যে তিস্তা নদীতে নজরদারি চালাচ্ছেন কোথাও কারও দেহ রয়েছে কিনা দেখতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here