নন্দীগ্রামের বাড়ি বাড়ি গিয়ে শুরু হলে ভোট গ্রহণ পর্ব!

নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে শনিবার থেকেই শুরু হয়ে গেল ভোটগ্রহণ প্রক্রিয়া। বিশেষ ভাবে সক্ষম ও অশীতিপরদের ভোট গ্রহণ শুরু করে দিল কমিশন। এর আগে বিহারেও এই একই পদ্ধতিতে কমিশন ভোট নিয়েছিল। বাংলায়ও এই বাড়িতে গিয়ে ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ মার্চ থেকে। প্রথমে ঝাড়গ্রামে এই কাজ শুরু করে কমিশন। এ বার সেই কাজ শুরু হল নন্দীগ্রামে।

প্রসঙ্গত,ওই কেন্দ্রে যাঁদের বয়স ৮০ বছরের উর্ধ্বে এবং যাঁদের পক্ষে ১ এপ্রিল বুথ কেন্দ্রে এসে ভোট দেওয়া সম্ভব নয়, তাঁদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন ভোটকর্মীরা। আগেই এই প্রক্রিয়া শুরু হয়েছে ঝাড়গ্রাম থেকে।প্রথম দফায় অর্থাত্‍ ২৭ মার্চ রাজ্যের যেসব আসনে ভোট রয়েছে, সেখানে বাড়ি গিয়ে অশীতিপর এবং বিশেষভাবে সক্ষমদের ভোট নেওয়া হয়েছে। আর দ্বিতীয় দফায় অর্থাত্‍ ১ এপ্রিল যেসব আসনে ভোট রয়েছে, সেখানে এই প্রক্রিয়া চালু হল ২০ মার্চ অর্থাত্‍ শনিবার থেকে।

বিহার নির্বাচনেও এই বিশেষ সুবিধা দিয়েছিল নির্বাচন কমিশন। এবার বাংলাতেও। করোনা পরিস্থিতিতে ভোট প্রক্রিয়ায় যেসব নতুন নিয়ম-কানুন চালু করা হয়েছে, তার মধ্যেই এটি একটি। এপ্রিলের পয়লা তারিখে ওই গরমে, করোনার ভয় সঙ্গে নিয়ে ভোটের লাইনে দাঁড়াতে অনেকেরই হয়তো কষ্ট হত। এমনিতেই এঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তার উপর গরমে অসুস্থও হয়ে পড়তে পারতেন। তার বদলে বাড়িতে এসে ভোট নেওয়ায় তাঁরা ভীষণই নিশ্চিন্ত। মতামত প্রকাশের রাস্তা সহজ করে দেওয়ায় অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন কমিশনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here