আজ ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে কেষ্টপুরে সাতসকালে ‘চায় পে চর্চার’ মধ্য দিয়ে ভোট প্রচার সারলেন বিজেপি মনোনীত প্রার্থী দুর্গা মূর্মুর।
জানা গিয়েছে এদিন ‘চায় পে চর্চার’ পাশাপাশি তিনি চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জয়লাভের পর তা কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তিনি।
এদিন তার সাথেই এই প্রচারে উপস্থিত ছিল ওই এলাকার বিজেপির বহু কার্যকর্তারা।