বিলুপ্ত ইয়োলো ব্রেস্টেড বান্টিং পাখির অস্তিত্ব রক্ষার্থে আলোচনা সভা আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা অপ্টোপিক।

বিলুপ্ত ইয়োলো ব্রেস্টেড বান্টিং পাখির অস্তিত্ব রক্ষার্থে আলোচনা সভা আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা অপ্টোপিক।

শিলিগুড়ির অদূরে ফুলবাড়ী মহানন্দা ব্যারেজকে দূষণমুক্ত করতে স্বার্থক হয়েছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা অপ্টোপিক। তাদের একের পর এক সচেতনতামূলক কর্মসূচির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে পরিবেশবিরোধী মানুষজনেরাও। যার ফলে ব্যারাজে অবাধে চলাফেরা করছে দূর দূরান্ত থেকে আসা পরিযায়ী পাখিরা।এবার তাদের লক্ষ্য ‘ইয়োলো ব্রেস্টেড বান্টিং’ পাখিকে রক্ষা করা। তবে তার জন্য প্রয়োজন সচেতনতা। আর এই সচেতনতা গড়ে তুলতেই প্রশাসন আধিকারিকদের নিয়ে আজ ফুলবাড়ীতে এক আলোচনা সভার আয়োজন করল অপ্টোপিক।

প্রসঙ্গত,চড়ুই প্রজাতির এই ‘ইয়েলো ব্রেস্টেড বান্টিং’ পাখিটি বর্তমানে বিলুপ্তির পথে। এই পাখির সংখ্যা সারা বিশ্বে মাত্র দুই থেকে আড়াই হাজার।শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালিতেও এই প্রজাতির পাখি দেখা গিয়েছে।এরপর থেকেই পৃথিবীতে এদের অস্তিত্ব রক্ষার্থে তোরজোড় শুরু করেছে শিলিগুড়ির এই স্বেচ্ছাসেবী সংস্থা।

জানাগিয়েছে,এদিন সংস্থার কর্ণধার দীপজ্যোতি চক্রবর্তীর উদ্যোগে এই সভায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে বনদপ্তর,সেচদপ্তর,স্থানীয় জননেতা সহ প্রায় অনেকেই উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here