শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে উত্তরবঙ্গের পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠকে বসলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

শান্তিপূর্ণভাবে যাতে বাংলায় বিধানসভা নির্বাচন সম্পন্ন হয় সেই কারণে নানান ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আধা সামরিক বাহিনী, সিসিটিভি ক্যামেরা,বিশেষ নজরদারির জন্য টিম ইতিমধ্যেই প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে করে কোন রকম অশান্তির ঘটনা বাংলায় না ঘটে সেদিকে তাকিয়েই কোন দিকেই কোনরকম নজরদারি বা বিশেষ ব্যবস্থার খামতি রাখতে রাজি নন নির্বাচন কমিশনের প্রতিনিধিদল।

এদিকে দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠক করতে সোমবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনিল আরোরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর সাথে এসেছেন রাজ্য পুলিশের স্পেশাল অবজারভার বিবেক দুবে। রাজ্য পুলিশের এডিজি জগমোহন সহ মোট তেরো জন আধিকারিক। অপরদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করতে মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান মুখ‍্য নির্বাচনী কমিশনার সুনীল আরোরা, সুদীপ জৈন, সুশীল চন্দ্র, রাজীব কুমার সহ মোট ৬ সদস্যের প্রতিনিধি দল।

মূলত, উত্তরবঙ্গের ভোট পর্ব শান্তিপূর্ণভাবে মেটাতে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে নির্বাচন কমিশন এর প্রতিনিধি দল আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এদিন নির্বাচন কমিশনের প্রতিনিধিদল শিলিগুড়ি শহর লাগোয়া শুকনার একটি বেসরকারি হোটেলে বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন বাংলায় যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় সেই কারণেই পুলিশ প্রশাসনকে নিয়ে বৈঠকে বসা। নির্বাচন কমিশন সব দিকেই নজর রাখছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণভাবে যাতে ভোটাররা ভোট দিতে আসতে পারেন মূলত সেদিকে তাকিয়েই এই বৈঠক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here