মন্ত্রীর বাড়িতে ভোট প্রচারে গিয়ে নাটক করার কোন মানেই হয়না।সু-সম্পর্ক রয়েছে তার সঙ্গে,তিনিও ভোট প্রচারে ব্যস্ত।তাই ব্যস্ত সিডিউলে তার সঙ্গে দেখা করে নাটক করার কোন মানেই হয়না,শিলিগুড়িতে সাতসকালে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন বামপ্রার্থী অশোক ভট্টাচার্য।
মূলত, রোজকারের ন্যায় মঙ্গলবারও পুরোনো রণনীতি অবলম্বন করে প্রাতভ্রমণকারীদের সঙ্গে ভোট প্রচার সারেন অশোক ভট্টাচার্য।এদিন কলেজ মাঠ সহ মন্ত্রীর ওয়ার্ডে প্রচার চালান তিনি।
এবিষয়ে তিনি জানান,যথেষ্ঠ ভালো সারা মিলছে তাদের প্রচারে। আশাবাদী জেতার ব্যাপারেও। তবে মন্ত্রীর ওয়ার্ডে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে নতুন কোন বিতর্ক তৈরি করতে চাননা তিনি। তিনি আরও বলেন, মন্ত্রীর সঙ্গে তার সাথে সুসম্পর্ক,তাই তার কাছে গিয়ে নাটক করার কোন মানেই হয়না।