জলপাইগুড়ির পাণ্ডা পাড়ায় মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব।

মনোনয়ন পত্র পেশ করার আগে জলপাইগুড়ি‌র পাণ্ডাপাড়া কালীবাড়ীতে এসে পুজো দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের প্রার্থী গৌতম দেব। এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে এসে পুজো দেন তিনি।

এবিষয়ে গৌতম দেব বলেন, আমি নাস্তিক ন‌ই। একটি আধ‍্যাত্মিক পরিবারে বড় হয়েছি। বরাবর‌ই ইশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে তাঁর। পাণ্ডাপাড়া কালীমায়ের মন্দিরের প্রতি একটা আকর্ষণ রয়েছে আমার। তাই মনের শান্তির জন‍্য এখানে পুজো দিলাম। মায়ের কাছে প্রার্থনা করলাম যেন সমস্ত কালিমা দূর হয়ে আলো উদ্ভাসিত হয়।সকলের মঙ্গল কামনা করার পাশাপাশি নিজের মঙ্গল কামনা করলাম।

জানা গিয়েছে, এদিন মন্দিরে পুজো দেওয়ার পর জেলা তৃনমূল কার্যালয়ের থেকে তৃণমূল কার্যালয়ে মিছিল করে গৌতম অনুগামীদের নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here