১০ টি মোবাইল সহ উড়িষা থেকে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এনজেপি থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সহ বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরেই একটি অসাধু মোবাইল ছিনতাই এর র্যাকেট সক্রিয় ছিল। তাঁরা বিভিন্ন সময় বিভিন্ন দোকান বা পথ চলতি মানুষের কাছ থেকে মোবাইল ছিনতাই এর ঘটনা ঘটিয়ে চলছিল।গত ২৮শে ফেব্রুয়ারি রাত্রে এনজেপির জয় প্রকাশ গুপ্তা নামক এক মোবাইল ব্যাবসায়ী দোকান বন্ধ করে ১৪ টি নতুন মোবাইল সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ভক্তিনগর এলাকায় কতিপয় ৩/৪ জন যুবক তার পথ আটকে অস্ত্র দেখিয়ে তার কাছে থাকা মোবাইল গুলি ছিনতাই করে নেয়। এই ঘটনার পরপরই এনজেপি থানায় ৩৯২ ধারায় একটি লিখিত মামলা দায়ের করে ওই ব্যাবসায়ী।
এরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনার পেছনে ওড়িষ্যার একটি চক্র জড়িত রয়েছে।আর এই সুত্র ধরেই এনজেপি থানার পুলিশের একটি দল পৌঁছায় ওড়িশ্যার জাচপুর জেলার পুর্বকোট এলাকায় এবং সেখানেই গ্রেপ্তার করা হয় কানাইয়া প্রধান নামে এক ব্যাক্তিকে। এছাড়াও উদ্ধার হয় চুরি যাওয়া ১০ টি মোবাইল।পরবর্তিতে ওড়িষ্যা থেকে ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার নিয়ে আসা হয় এনজেপি থানায়।ধৃত ব্যাক্তিকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে আদালতের কাছে রিমান্ডের আবেদন জানানো হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে।









































