পদ্ম শিবিরে সমস্যা মিটতেই মনোনয়ন পত্র দাখিলের মিছিলে কর্মীদের ঢল। মানুষের ভিড়ে কার্যত দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে থাকলো জলপাইগুড়ি কালেকটরেট এভিনিউ সংলগ্ন এলাকা।
জানা গিয়েছে,শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র পেশ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলো বিজেপি ও সংযুক্ত মোর্চার প্রার্থীদের মনোনয়ন পত্র পেশ করা। তবে এদিন নজর কেড়েছে বিজেপি। এদিন দুপুরে জলপাইগুড়ি বিধানসভা আসনের জন্য বর্নাঢ্য শোভাযাত্রার সাথে ধামসা মাদল বাজিয়ে শহর জুড়ে নাচ গান করতে করতে মনোনয়ন পত্র দাখিল করতে আসেন বিজেপি কর্মীরা। মিছিলে যুব ও মহিলাদের ব্যাপক ভিড় লক্ষ করা যায়।
ভিড়ের ঠেলায় দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে থাকে জলপাইগুড়ি কালেকটরেট এভিনিউ সংলগ্ন এলাকা। এদিন ডাবগ্রাম ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি এই চারটি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র দাখিল করে বিজেপি।









































