শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই।
জানা গিয়েছে, চম্পাসারি মিলন মোড় এলাকাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, তাঁরা জানতে পারে চম্পাসারি মিলন মোড় এলাকায় দুই দুষ্কৃতী চুরির উদ্দেশ্য জড়ো হয়েছে এরপরই সূত্রের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ এবং আটক করে ওই দুই দুষ্কৃতীকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মনোজ মুন্ডা ও মুন্না ওরাও।ধৃতরা এর আগেও বেশ কিছু চুরির ঘটনায় যুক্ত ছিল।অভিযুক্তদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। প্রধান নগর থানার পুলিশের তরফে আরও জানা বেশ কিছুদিন যাবৎ চম্পাসারি এবং মিলন মোড় এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছিল।এরপর পুলিশ তাদের সূত্রটি কাজে লাগায় এবং এই সাফল্য পায়।এই চুরি চক্রের আরও কারা জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে প্রধান নগর থানা।