জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার কাশির ডাঙ্গায় চিতাবাঘের আতঙ্ক।
মূলত, এলাকাবাসীদের দাবি চিতাবাঘ দেখতে পেয়েছে তারা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জলপাইগুড়ি রামসাই বনদপ্তরের কর্মীরা এবং ময়নাগুড়ি থানার পুলিশ। এলাকায় বনদপ্তর এর পক্ষ থেকে খাঁচা পাতা হয়েছে। এলাকাবাসীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে বনদপ্তর। বনদপ্তর জানিয়ে দিয়েছে খাঁচার সামনে যেন কেউ না যায়। এলাকার ছোট বাচ্চাদের যেন সাবধানে রাখে বাড়ির লোকজন। খাঁচায় চিতাবাঘ আটকে গেলে তারা যেন বনদপ্তরের খবর দেয়। নিজেরা যেন খাঁচার সামনে কেউ না যায়।
এবিষয়ে, বনদপ্তরের তরফে সচেতনতামূলক প্রচার করা হয় এলাকায়।এলাকাবাসীরা জানিয়েছেন তারা খাঁচায় ছাগল দেবেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জমিতে যেতে ভয় পাচ্ছেন অনেকে। অনেকেই সন্ধ্যার পর থেকে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। এলাকাবাসীরা চাইছে দ্রুত চিতা বাঘটিকে ধরার ব্যবস্থা করুক বনদপ্তর।









































