রাত পোহালেই বসন্ত উৎসব, রঙের উৎসব আর এই বসন্ত উৎসব উপলক্ষেই এদিন চা বাগানের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বসন্ত ও ভালোবাসার উৎসবে মেতে উঠলো তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন।
মূলত,দোল উৎসব বা বসন্ত উৎসব আমাদের সকলের প্রিয় নানান রঙে নিজেকে রাঙিয়ে প্রতিবছরই শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় বসন্ত উৎসব। তবে এই বসন্ত উৎসব যেন একটু আলাদা। এদিন শহরের অদূরে চা বাগানে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন “বৈষম্যের সকল দ্বার রুদ্ধ হোক সুবিধা বঞ্চিত শিশুদের জন্য” এই স্লোগানকে সামনে রেখে চা বাগানের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে দিনটি উদযাপন করেন।
এ বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, অন্যান্য বাচ্চাদের মত এদিন বঞ্চিত শিশুরাও এই বসন্ত উৎসবকে সমান ভাবে উপভোগ করেছে। তারা আরো বলেন, যদি সমাজের বিত্তবানরা একটু এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তারা ভবিষ্যতে আরো সুন্দর কোনো উদ্যোগ গ্রহণ করতে পারবে বলে জানান তারা।









































