শিলিগুড়ি সূর্যসেন পার্কে ৪র্থ বর্ষের বসন্ত উৎসব পালন করলো স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছেডানা।

করোনা আতঙ্ক কাটিয়ে বসন্ত উৎসবে মাতলো শহর শিলিগুড়ি।সামিল শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।

মূলত, বিগত বছর কেটেছে করোনা আতঙ্কে প্রায় সমস্ত সংগঠন তাদের কর্মসুচি থেকে ছিল বিরত।তবে এবার অনেকটাই স্বাভাবিক হয়েছে দেশ।স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষ।তাই তো আর সময় নষ্ট নয়। দোলের একদিন আগেই বসন্ত উৎসবে মাতলো শিলিগুড়ির বেশ কয়েকটি স্বেচ্ছাসেবি সংগঠন।এদিন ৪র্থ বর্ষে এবার শিলিগুড়ি সুর্যসেন পার্কে বসন্ত উতসব পালন করলো স্বেচ্ছাসেবী সংস্থা”ইচ্ছেডানা”। এদিন সমস্ত সরকারী করোনা বিধি মেনে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হয়।

এদিনের এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন পুর প্রশাসক তথা শিলিগুড়ি বাম মনোনিত প্রার্থী অশোক ভট্টাচার্য।উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর কমল আগওয়াল।এদিন উপস্থিত সকলকেই সংবর্ধনা জ্ঞ্যাপন করা হয় ইচ্ছেডানার পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here