আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ১ ব্যক্তিকে আটক করল বিধান নগর থানার পুলিশ

নির্বাচনের আগে বড়সড় সাফল্য পেল বিধাননগর থানার পুলিশ।মুরালিগঞ্জ বাজার থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করল বিধান নগর থানার পুলিশ।

জানা গিয়েছে, এদিন গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। এরপরেই এই ঘটনায় ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম মুস্তাক আলম(৩৭)। সে উত্তর দিনাজপুর জেলার নলবাড়ির বাসিন্দা।

বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। তবে পুলিশ প্রাথমিক অনুমান যে বড়সড় কোন ঘটনা ঘটানোর উদ্দেশ্যে ওই যুবক এসেছিল এবং এর আগেও একাধিক অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here