দলের শৃঙ্খলা নেই। কি ভাবে নেতা-নেত্রী মন্ত্রীদের কে নিয়ে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় তা তৃণমূল জানেনা। নুসরাত জাহান মুখ্যমন্ত্রী কে নিয়ে যে মন্তব্য করেছেন সে প্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
জানা গিয়েছে, সোমবার সকালে বাগডোগরা বিমান বন্দরে এসে পৌঁছান কৈলাস। আজ পাহাড়ে থাকবেন তিনি। এরপাশাপাশি সদ্য অনুষ্ঠিত ৩০ টি আসনের বিধানসভা ভোটে ৩০টি আসেনই বিজেপির দখলে থাকবে বলে জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি আরও বলেন, কে কি বলছে তাতে যায় আসে না মানুষ বিজেপিকে ভোট দিয়েছে।
অপরদিকে রাজ্যে চলা হিংসার ঘটনা নিয়ে কৈলাস মন্তব্য করে বলেন এটাই শেষ অশান্তির ভোট পশ্চিমবঙ্গে। আগামীতে পশ্চিমবঙ্গে আর কোনো অশান্তির ভোট হবে না। বাংলা থেকে বিদায় নেবে তৃণমূল ফলে আর কোন হিংসার মতো ঘটনা কিছুই বাংলায় হবে না।