দার্জিলিং এবং কালিংপং এর জিএনএল এবং বিজেপি সমর্থিত প্রার্থী নীরজ জিম্বা এবং শুভ প্রধান আজ মনোনয়নপত্র জমা দিলেন।
জানা গিয়েছে, এদিন দার্জিলিঙে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নীরজ জিম্বা এবং শুভ প্রধান এর সাথে ছিলেন উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। অপরদিকে কার্শিয়াং এসে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
এদিন এবিষয়ে জি এন এল এফ এবং বিজেপি সমর্থিত প্রার্থী নিরজ জিম্বা এবং শুভ প্রধান বলেন, জয় নিশ্চিত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং গোর্খা জনমুক্তি মোর্চাকে পাহাড়ের মানুষ আর ভোট দেবে না। পাহাড়ের মানুষ বুঝে গিয়েছে কেন্দ্রীয় সরকার একমাত্র পাহাড় সমস্যার সমাধান করতে পারেন। আর রাজ্যেও যদি কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি ক্ষমতায় আসে তবেই পাহাড় সমস্যা থেকে নিষ্পত্তি মিলবে বলে জানান তাঁরা।