উত্তর দিনাজপুরে ডালখোলাতে রোড শো করলেন অভিনেত্রী নুসরাত জাহান।

তৃনমূল সাংসদ তথা বাংলা সিনেমার সেরা নায়িকা নুসরাত জাহানের রোডশো ঘিরে ব্যাপক উন্মাদনা উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরে।

সোমবার দুপুরে করনদিঘী বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী তথা তৃনমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পালের সমর্থনে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান রোডশো করেন। জানা গিয়েছে, এদিন ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে হাজার হাজার তৃনমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনায় ভেসে গেলেন করনদিঘী বিধানসভার প্রার্থী গৌতম পাল এবং সাংসদ নায়িকা নুসরাত জাহান।

এদিন ডালখোলা শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে এই তৃনমুল কংগ্রেসের রোডশো ডালখোলার কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। প্রখর রোদের তাপ আর প্রচন্ড গরমকে উপেক্ষা করে করনদিঘী বিধানসভা এলাকার ডালখোলা শহরের রাজপথের দুধারে হাজার হাজার মানুষ নুসরাত জাহানকে দেখার জন্য দাঁড়িয়ে থাকেন। হাত নাড়িয়ে নমস্কার করে সাধারন মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানান সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here