ফের শিলিগুড়ি থেকে দেশী পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সহ এনজেপি থানা পুলিশের জালে ধৃত ১

দেশী পিস্তল,এক রাউন্ড কার্তুজ সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

মূলত, এক দিকে রাজ্যে নির্বাচন,ইতিমধ্যে দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে।আগামী ১৭ই এপ্রিল শিলিগুড়ি,সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সম্পন্ন হবে ভোট। বর্তমানে রাজনৈতিক নেতাদের আনাগোনায় পরিস্থিতি গরমাগরম। গত সোমবারই নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে এসেছেন রাজ্যের তৃনমুল সুপ্রিমো মমতা বন্ধোপাধ্যায়।একদিকে শহরে মমতা বন্দ্যোপাধ্যায়,অন্যদিকে একের পর এক বোমা,অস্ত্র উদ্ধার শহর ও শহর সংলগ্ন এলাকায়।গতকাল অর্থাৎ সোমবার তাজা বোমা উদ্ধারে রীতিমতো ঘুম কেরেছে পুলিশ প্রশাসনের।তার উপর সেই রাত্রে দেশী পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সহ বিভাস দত্ত নামেই এক যুবককে গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি সুর্যসেন কলোনীর এ ব্লকে।এদিন রাত্রে এনজেপি থানা সংলগ্ন রেল হাসপাতালের সামনে থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করে তাকে।বিগত সময়ে নানান অপরাধ মুলক কাজের অভিযোগ রয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে।তবে কি উদ্দেশ্যে এদিন সে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here