আর হাতে বাকি মাত্র কয়েকটা দিন আর তারপরই রয়েছে মালদা জেলায় নির্বাচন। আর এবারের বিধানসভার নির্বাচনে প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীর সমর্থনে হেভিওয়েট নেতা ও অভিনেতা দের নিয়ে প্রচার চালাচ্ছে।রবিবার মালদা জেলার হবিবপুর বিধানসভা বিজেপি প্রার্থীর জয়েল মুর্মুর হয়ে প্রচারে আসলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
জানা গিয়েছে, এদিন তিনি মালদা জেলা দুটি জায়গায় সভাতে যোগদান করেন মোথাবাড়ি ও হবিবপুর বিধান সভার আকতৈল অঞ্চলের কেন্দপুকুর বাদল মাঠ সংলগ্ন একটি মাঠে হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জয়েল মুর্মুর সমর্থনে সভা করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন ঐ মাঠের সভাস্থলে পাশে দুপুর ৩.৩০মিনিট নাগাত হেলিপ্যাডে আসেন।জয়েল মুর্মুর সমর্থনে জনসভা করেন মহাগুরু।
এদিন দুপুরে মিঠুন চক্রবর্তী কে দেখতে চাদিফাটা রোদে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে বাদল মাঠের সংলগ্ন মাঠে।
মাঠের ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক মঞ্চ থেকে এদিন মিঠুন চক্রবর্তী বক্তৃতা দেন। এই সভায় জয়েল মুর্মুর হয়ে প্রচারে এসে মূখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এক হাত নিলেন মহাগুরু। যাওয়ার আগে তিনি তার যে ডায়লগ তা সাধারণ মানুষদের ইঙ্গিত মধ্য দিয়ে বুঝিয়ে দেন। তারপর বিকেল ৪টায় হেলিকপ্টারে চেপে রওনা দেন তিনি।