”দিল মেরা হর বার ইয়ে শুননে কো বেকারার হ্যায়, কহো না পেয়ার হ্যায়?”নিজের জনপ্রিয় ছবির গান গেয়ে এভাবেই তৃণমূল কংগ্রেসের সমর্থনে ভোট প্রচার করলেন বলিউডের জনপ্রিয় নায়িকা আমিশা প্যাটেল। গান গাওয়ার সঙ্গে উপস্থিত সকলের উদ্দেশ্যে আমিশা নিজেই প্রশ্ন ছুড়ে দিলেন, ‘কিসসে পেয়ার হ্যায়?’ উত্তরটাও দিলেন নিজেই। বললেন, ‘মমতা দি সে অউর স্বপনজি সে।’
সোমবার বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথের সমর্থনে রোড শোয়ে অংশ নেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রচার চলাকালীনই প্রার্থী স্বপন দেবনাথের সমর্থনে নিজের জনপ্রিয় ছবি ‘কহো না পেয়ার হ্যায়?’-এর গান গাইলেন আমিশা।
এদিন হুডখোলা গাড়িতে চড়ে প্রার্থী স্বপন দেবনাথকে পাশে নিয়ে চলে আমিশার রোড শো। বিদ্যানগর মোড় থেকে ধাত্রীগ্রাম পর্যন্ত চলে রোড শো। ভিনেত্রীকে দেখার জন্য রাস্তার চারিধারে অগণিত মানুষের ভিড় জমে যায়। মিছিলে প্রায় হাজার খানেক মোটরবাইকে করে অংশ নেন তৃণমূল কর্মী সমর্থকেরা।











































