বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া কোভিড ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রতিরোধে পথে নেমে ভাইরাস নাসে স্যানিটাইজেশন শুরু করল হেল্প সোসাইটি এন্ড অরগানাইজেশন অফ ফারাবাড়ী ও শিলিগুড়ি ফাইট করোনা সংগঠন। করোনার প্রথম ঢেউ এও এই সংগঠন বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশন এর পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করেছেন।
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ যখন আমাদের প্রতিনিয়ত গ্রাস করছে, তখন এই দুই সংগঠন তাদের জীব জ্ঞ্যানে শিব সেবার কাজ চালিয়ে যাচ্ছে। আজ এই দুই সংগঠনের উদ্যোগে বিধান মার্কেট বাজার চত্বর স্যানিটাইজ করা হলো। সংগঠন সূত্রে জানা গিয়েছে আগামীতেও শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চলবে। তবে সাধারণ মানুষের মাক্স ব্যবহারের অনীহার ফলে অখুশি সংগঠণের সদস্যরা। পুনরায় সকলকে মাস্ক পড়ার অনুরোধ সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ মাইকিং করে প্রচার করেন সংগঠনের সদস্যরা।
সামাজিক কাজে সংগঠনের সকলে এগিয়ে আসায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় দোকানদারেরা।








































