কোভিড সংক্রমণ রুখতে এদিন খরিবারি হাসপাতালে খোঁজখবর নিতে পৌঁছলেন শিলিগুড়ি মহকুমার নবনির্বাচিত ৩ বিধায়ক।
আজ মাটিগাড়া-নক্সালবারির বিধায়ক শ্রী আনন্দময় বর্মন , ফাসিদেওয়ার বিধায়ক শ্রী দুর্গা মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শ্রী শংকর ঘোষ খরিবারি গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে গিয়ে ভারপ্রাপ্ত ডাক্তার এর সাথে দেখা করেন। এর পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্র সমন্ধে নানান সমস্যার কথা শুনেন এবং উনার হাতে oxygen concentrator , PPE KIT এবং Mask তুলে দিলেন বিধায়কেরা।