রেললাইন পারাপার করতে গিয়ে চলন্ত ট্রেনের সাথে সংঘর্ষ বাইক আরোহীর।

মোটর বাইক নিয়ে রেললাইন পারাপার করতে গিয়ে চলন্ত ট্রেনের সঙ্গে সংঘর্ষ, প্রাণে বাঁচলেন বাইক আরোহী।আন্ডারপাসে জল জমে থাকায় রেললাইনের ওপর দিয়ে মোটর বাইকে করে পারাপার হওয়ার সময় বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চলন্ত ট্রেনের। কোনোমতে প্রাণ নিয়ে বাঁচলেন ওই বাইক আরোহী। সোমবার ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের ফুলতলী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস যার ফলে সামান্য বৃষ্টি হলেই ডুবে থাকে জলে। আর যার ফলে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করতে হয় তাদের। এখনো পর্যন্ত সেই বাইক আরোহীর পরিচয় জানা যায়নি, পারাপার হওয়ার সময় ট্রেন আসছে দেখে বাইক ফেলে পালিয়ে যায় ওই বাইক আরোহী। দুর্ঘটনার জেরে বাইকটি ভেঙে চুরমার হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে জিআরপি ও রেল কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা রেল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে আন্ডারপাস জলে ডুবে থাকে, অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস। তাতে যান চলাচলের পক্ষে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। রেল কৃর্তপক্ষকে বারবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। স্বভাবতই কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here