করোনা সংক্রমণ রুখতে ফের শুরু হয়েছে লকডাউন। আর লকডাউন শুরু হতেই পথ সারমেয় দের খাওয়ানো শুরু করলো পশু প্রেমী সংগঠন।এদিন শহরের বেশ কিছু এলাকার সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করে পশু প্রেমী সংগঠনের অ্যানিমাল লাভার্স।
প্রসঙ্গত, রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন প্রতিদিনই নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত দোকান বাজার বন্ধ হয়ে যাচ্ছে।দোকান বাজারঘাট বন্ধ থাকার ফলে সমস্যার মুখে পথ সারমেয়রা।পথচলতি সারমেয় গুলো এতো দিন বাজারঘাট ঘুরে যেখানে সেখানে খাওয়া পেতো।কিন্তু লকডাউনে সমস্যার মুখে সারমেয় গুলো।
তাদের কথা ভেবে এগিয়ে আসলো পশু প্রেমী সংগঠন অ্যানিমাল লাভার্স। এদিন সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকার পথ সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করে।এবিষয়ে সংগঠনের পক্ষ থেকে অনিকেত চক্রবর্তী জানান, লকডাউনে অসহায় সারমেয় গুলোকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়।লকডাউন পরিস্থিতিতে এই কাজ চলবে এবং এর পাশাপাশি সকলকে পাশে থাকার ও আহ্বান জানান তিনি।