“রাজ্যপাল নাহ্ ভেড়ার পাল” এই বলে রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে অভিনব বিক্ষোভ এক ব্যক্তির। অতিমারীর মধ্যে এক নোংরা রাজনীতি চলছে। যার জন্য দায়ী রাজ্যপাল। এই অভিযোগ তুলেই একপাল ভেড়া নিয়ে বিক্ষোভ দেখালেন ওই ব্যক্তি।
তাঁর দাবি, তিনি সিটিজেন এগেইন্সট ডার্টি পলিটিক্স অ্যান্ড করাপশন-নামের একটি সংগঠনের সদস্য। এদিন একপাল ভেড়া নিয়ে রাজভবনের সামনে ধরনায় বসতেই তাঁকে অবশ্য সরিয়ে দেওয়া হয় পুলিশের তরফে।
তবে তাঁর বক্তব্য, লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষগুলো বেরতে পারছে না। অথচ রাজনৈতিক জমায়েত হচ্ছে। এই নোংরা রাজনীতি থেকে আমাদের বেরতে হবে। কিন্তু রাজভবনের সামনে কেন এই প্রতিবাদ? এর জবাবে তিনি সপাটে বলেন, ”যেটা ভেড়ার জায়গা সেখানেই তো ভেড়াই নিয়ে আসব। এটাই আসল জায়গা মনে করেছি। তাই এখানেই ভেড়া নিয়ে এসেছি।”











































