লকডাউনের সময় সীমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্যাবসায় মগ্ন ব্যাবসায়ীরা!
লকডাউন আইন ভঙ্গকারী আরও বেশ কয়েক জন পুলিশের জালে। লাগাতার অভিযান,পুলিশের চোখ রাঙ্গানি, কোন কিছুই এদের কাবু করতে পারেনা। তাইতো আইনকে উপেক্ষা করেই নির্ভয়ে ব্যাবসায় মগ্ন ব্যাবসায়ীরা। এমনই চিত্র নিত্ত দিনের এনজেপি থানার অন্তর্গত গেটবাজারে। সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত বাজারে পা ফেলার জায়গা মেলা ভার। কাতারে-কাতারে মানুষ ও ব্যাবসায়ীদের উপস্থিতি দেখে মনে হয় না যে শহরে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস! কারোর হুশ নেই যে সেখানে ছরাতে পারে করোনা সংক্রমন।
যাই হোক সরকারি নিয়ম অনুযায়ী সকাল ১০ পর্যন্ত ব্যাবসা খোলার কথা থাকলেও সময় অতিক্রান্ত হয়ে গেলেও দেদার ব্যাবসা চালিয়ে যাচ্ছে সবজি থেকে মাছ বিক্রেতারা। পুলিশি লাগাতার অভিযানেও মেলেনি সারা। তাই ফের বুধবার আরও একবার অভিযানে নামে এনজেপি থানার পুলিশ।লাঠি উচিয়ে, চোখ রাঙ্গানি দিতেও কাজ না হওয়ায় এদিন ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে আগামীতেও লাগাতার এমন অভিযান গেটবাজার সহ অন্যান্য এলাকায় চালান হবে।