ট্রেনে চেপে বাড়ি ফেরার পথেই মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম নীতিন কুমার, উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন বলেই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর।
সুত্র মারফত খবর জানা গিয়েছে, মৃত ওই শ্রমিক রঙিয়ায় কাজে গিয়েছিলেন অন্যান্য সঙ্গীদের সঙ্গে। কাজ সেরে ট্রেনে করে বাড়ির পথে রওনা হয়েছিলেন সকলেই। তবে মাঝপথেই ঘটে বিপত্তি। ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছোনোর আগেই অসুস্থতা বোধ করে জ্ঞান হারিয়ে ফেলেন নীতিন কুমার। এরপর ট্রেন এনজেপি স্টেশনে পৌঁছোনোর পর তড়িঘড়ি তাকে অচৈতন্য অবস্থায় স্থানীয় রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ পরবর্তীতে মৃতদেহ এনজেপি থানায় নিয়ে যাওয়া হয়।
এদিন এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে খবর পাঠানো হয়েছে মৃতের পরিবারের সদস্যদের।









































