করোনা আবহে মহামারীর সংক্রমনকালে যখন শহর শিলিগুড়ির মানুষ আতঙ্কিত, ভীতসন্ত্রস্ত ঠিক তখনই শিলিগুড়ির সেবক রোডের প্ল্যানেট মলে একটি পাবে চলছিল দেদারে পার্টি। ঘটনায় ধৃত ১৪ জন।
জানা গিয়েছে, গতকাল রাতে নাইট কার্ফু চলাকালীন শিলিগুড়ি সেবক রোড সংলগ্ন একটি মলের পাবে চলছিল সরকারি নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার পার্টি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তৎক্ষণাৎ ওই পাবে অভিযান চালায় ভক্তিনগর থানা পুলিশ। ধরা পড়ে পাঁচজন যুবতী সহ ৯জন যুবক। এরপরই পুলিশের তরফে দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং মহামারী রোগ আইনসহ আবগারি দপ্তরের অধীনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।
এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল পড়ে যায় শহরজুড়ে। যেখানে সংক্রমণ রোধে সরকার পাব বন্ধ রাখার নির্দেশ রয়েছে রাজ্যে জুড়ে চলছে লকডাউন। সেখানে কি করে পাবে মধ্যে এই ভাবে আনন্দ ফুর্তি জন্য পার্টি চলতে পাবে? সেই নিয়েই উঠছে প্রশ্ন। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।