অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মেডিক্যাল কলেজের ৭জন কোভিড রোগী।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড-১ ব্লকের রোগীরা। কোভিড-১ নং ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরো উত্তরবঙ্গ মেডিক্যাল জুড়ে। শুক্রবার সকালে এই আগুন লাগার ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন রোগীরা। ঘটনায় ৭ জনকে স্থানান্তরিত করা হয় HDU ব্লকে। অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ও বাইপ্যাপ মেশিন থেকেই আগুন ছড়ায় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছয়। এরপরই দমকল কর্মীরা ওয়ার্ডের জানালার কাঁচ ভেঙে জলের ঢুকিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এদিন অগ্নিকাণ্ড ঘটার পরই ধোঁয়ায় ভরে যায় কোভিড ওয়ার্ড।

হাসপাতালের সুপার মারফত জানা গিয়েছে, এদিন সকালে হঠাত্‍ই হাসপাতালের কোভিড-১ ব্লকে ধোঁয়া বের হতে দেখা গেলে সেই দৃশ্যের ভয়ে-আতঙ্কে চিত্‍কার চেঁচামেচি শুরু হয়ে যায় পুরো হাসপাতালজুড়ে। ঘটনার আচ পেয়েই কর্তৃপক্ষ দ্রুত রোগীদের সরানোর নির্দেশ দেয়। কোভিড-১ ব্লকের দ্বিতীয় তলে তড়িঘড়ি ৭ জন রোগীকে স্থানান্তরিত করা হয়।

সূত্রের খবর,আপাতত HDU-তে তাদের চিকিত্‍সা চলছে। দ্রুত CCU ওয়ার্ড চালুর প্রক্রিয়া শুরু করেছে মেডিকেল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অক্সিজেনের লাইন থেকেই এমনটা হয়েছে। মূহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়লেও উপস্থিত স্বাস্থ্য কর্মীদের চেষ্টায় অন্য ওয়ার্ডে তা ছড়িয়ে পড়েনি।তবে রোগীর আত্মীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু কর্তব্যরত নার্স ও স্বাস্থ্য কর্মীদের তত্‍পরতার প্রশংসায় পঞ্চমুখ তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here