লাক্সারি ট্যাক্সি পর্যটকের বদলে শিলিগুড়িতে ব্যাবহার হবে অ্যাম্বুলেন্স রূপে আজ থেকে পরিষেবা চালু হলো দুয়ারে অ্যাম্বুলেন্স।
মহামারীর কালে যেখানে মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসছে শিলিগুড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সেখানেই আজ সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এলো ড্রাইভার ইউনিয়ন। শিলিগুড়ি লাক্সারি ড্রাইভারস ইউনিয়নের উদ্যোগে শিলিগুড়ি পৌরনিগমের সহযোগিতায় শহরে আজ থেকে চালু হলো দুয়ারে অ্যাম্বুলেন্স। আপাতত এই প্রকল্পে মোট ১৮টি লাক্সারি ট্যাক্সি অ্যাম্বুলেন্স এই কাজ করবে। এবিষয়ে আইএনটিটিইউসি উত্তরবঙ্গের কো-অর্ডিনেটর অলক চক্রবর্তী জানান, এই লাক্সারি ট্যাক্সি অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত ও মুমূর্ষ রোগীদের হাসপাতাল, মেডিক্যাল ও নার্সিংহোমে পৌঁছে দেওয়ার কাজ করবে বিনামূল্যে এক ফোনেই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে প্রয়োজনীয়দের দোয়ারে।
তিনি আরো জানান, লাক্সারি ট্যাক্সি চালকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে শ্রমিক ভবনে।