উত্তরবঙ্গে এই প্রথম সফল হল করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত শিলিগুড়ি এক রোগীর অস্ত্রোপচার।
প্রসঙ্গত, ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে কয়েকদিন ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন প্রধাননগরের বাসিন্দা এক মহিলা। ওই মহিলার ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপরেই রবিবার রাতে পজিটিভ রিপোর্ট আসে।তারপর ওই মহিলার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় মেডিক্যাল বোর্ড। এবং আজই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ওই মহিলার অস্ত্রোপচার করেন। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে বর্তমানে ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ওই মহিলাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত জানান।
এছাড়াও চিকিৎসক ডঃ সন্দীপ সেনগুপ্ত জানান, ওই মহিলার মধ্যে আগে থেকেই বেশকিছু উপসর্গ ছিল।তা দেখেই মনে হয়েছিল তিনি ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত।যেকারনে মস্তিষ্কে যাতে সংক্রমণ না ছড়ায় সেকারণেই তড়িঘড়ি তার অস্ত্রোপচার করা হল। এর পাশাপাশি তিনি ব্ল্যাক ফাঙ্গাসকে নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এদিন।









































