বালুরঘাট সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় তিন বছর ধরে বাংলাদেশে গিয়ে আটকে পড়া ভারতীয় বাসিন্দা মানিক দেবনাথকে ভারতে প্রত্যাবর্তন করা হল আজ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত তিন বছর আগে হঠাৎই অজ্ঞাত ভাবে বাংলাদেশে প্রবেশ করে যায় মানিক দেবনাথ। এরপর তাঁকে বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে এতদিন জেলে আটক করে রাখা হয়। এদিকে এই ঘটনার খবর পরিবারের তরফে সংসদকে জানানো হলে বহু প্রচেষ্টার পর আজ ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দেন তিনি।
এদিন ছেলেকে ফিরে পেয়ে খুশি তার পরিবার- পরিজনেরা এবং সংসদের এই অদম্য প্রচেষ্টায় ও সফলতার জন্য তাকে সাধুবাদ জানান তারা।