দিনে মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল গুলো ডেঙ্গু মোকাবিলায় পুরনিগমের ব্যর্থতার অভিযোগ তুলেছে, তবে এবার কোনো রাজনৈতিক দল নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকালে ডেঙ্গু নিয়ে পুরনিগমের ব্যর্থতার অভিযোগ তুলে মানব বন্ধন কর্মসূচীতে পথে নামলো শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মঙ্গলবার শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা হাতে “মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন” এই ব্যানার নিয়ে শিলিগুড়ির পথে নেমে পুরনিগমের দিকে প্রশ্ন তোলে।