দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। জানালেন কোচবিহারের নির্বাচন পরবর্তী হিংসার কথা। সেইসঙ্গে জন বারলার উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবীকে পক্ষান্তরে সমর্থন জানালেন তিনি।
এরপাশাপাশি তৃণমূলের রাজ্যপালকে কালো পতাকা দেখানোর বিরুদ্ধে তৃণমূলের ওপর একরাশ ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন, “গোটা রাজ্য জুড়ে যে ভয়ংকর অত্যাচার হয়েছে যেভাবে নির্বাচন পরবর্তী হিংসা হয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেকটি প্রান্তিক জেলায় যেভাবে মানুষ অত্যাচারিত হয়েছে। এর আগেও রাজ্যপাল এসেছেন। প্রতিটি স্থানে গিয়ে পরিদর্শন করেছেন।কোচবিহারের মানুষরা যেহেতু বিজেপিকে ভোট দিয়েছিলেন সেহেতু তাদের নিজের বাড়িঘর ছেড়ে ভিন রাজ্যে আশ্রয় নিতে হয়েছে।
তিনি আরও বলেন, একজন রাজ্যপালকে যে দল কালোপতাকা দেখায় আমাদের ভেবে নিতে হবে সেই দল দেশের হীতে কাজ করে না, সেই দল সংবিধানকে মানে না, সেই গণতন্ত্রকে মানে না।” বলে দাবী করেন তিনি।