সাতসকালে পথদুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই যুবক।
এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রানীর হাট মোড় সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়ক এলাকায়। ঘটনায় গুরুতর জখম তরুণ রায় অজয় রায় নামের দুই যুবক।প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ভোর সকালে একটি বিয়ে বাড়ি থেকে ময়নাগুড়ির দিকে জাতীয় সড়ক ধরে বাইকে চেপে বাড়িতে ফিরছিল ওই দুই যুবক।জলঢাকা ব্রিজ পেরিয়ে ময়নাগুড়ি ব্লকের রানীর হাট মোড় সংলগ্ন এলাকায় তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায় একটি ডাম্পার।
এই ঘটনার পরে স্থানীয়রা ময়নাগুড়ি ও ধুপগুড়ি থানায় ঘটনাটি জানালে ঘটনাস্থলে পৌঁছে যায় ধুপগুড়ি থানার পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দিনের ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রানীর হাট মোড় সংলগ্ন এলাকায়।