করোনাভাইরাস এর জন্য বন্ধ পঠনপাঠন তবুও বিভিন্ন কলেজে ভর্তির ফি সহ বিভিন্ন রকমের ফি নেওয়া হচ্ছে এদিন সেই ফি মুকুবের দাবিতে ফ্রী প্রতিরোধী ছাত্র কমিটির পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন কলেজের ছাত্ররা।
মূলত,এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রথমে ছাত্রছাত্রীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি ডেপুটেশন প্রদান করে ছাত্র কমিটির সদস্যরা। ছাত্রনেতা বিষ্ণু পাল জানান, বর্তমানে বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এই সময়ে গরীব মধ্যবিত্ত পরিবারের অনেকেরই কর্মসংস্থান নিয়ে এই সময়ে এত টাকা ফ্রি দেওয়া সবার পক্ষে সম্ভব নয় তাই আমরা এই দাবি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেপুটেশন জমা দিতে চলেছি।
অপরদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রণব ঘোষ জানান, এই বিষয়টি শুধুমাত্র তাদের হাতে নেই প্রত্যেকটি কলেজের সঙ্গে বৈঠক করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কলেজ যদি চায় তবেই ফি মকুব হবে তাদের সাথে বৈঠক করে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।









































