পশ্চিমবঙ্গে আরও কিছুটা উন্নতি হল করোনা পরিস্থিতির। আগের দিনের তুলনায় মঙ্গলবার টেস্টের সংখ্যা অনেকটাই বেড়েছে। কিন্তু তার পরেও কমে গিয়েছে নতুন সংক্রমণ। এর ফলে সংক্রমণের হার আরও কিছুটা কমে গিয়েছে। মৃতের সংখ্যা সামান্য বাড়লেও সক্রিয় রোগী।এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫২ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮৫ হাজার ৪৩৮।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লক্ষ ৪৫ হাজার ৪৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৭ হাজার ৪৩৭ জনের। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২২ হাজার ৫০৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৩২ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৭.৩১ শতাংশ।
দৈনিক সংক্রমণের ৪ শতাংশের কম
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে। এই হারটা যত কমবে, বুঝতে হবে কোভিডের দাপটও ক্রমশ নিষ্প্রভ হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্ট হয়েছে ৫১ হাজার ২৩৩টি। এর বিপরীতে সংক্রমণের হার ছিল ৩.৬১ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন বলে এই হারকে ৫ শতাংশের নীচে নামিয়ে আনা গেলে বলা যাবে যে সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। রাজ্যের পরিস্থিতি সেই দিকেই চলে এসেছে। মঙ্গলবার পর্যন্ত মোট ১ কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার ৮৬৬টি নমুনা পরীক্ষা হয়েছে।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি কলকাতা এবং উত্তর ২৪ পরগণা – রাজ্যে কোভিডে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দুই জেলাতেই অত্যন্ত দ্রুত গতিতে কমছে সংক্রমণ। রবিবার কলকাতায় সংক্রমণ দুশোর নীচে এসে গিয়েছিল। এ দিন উত্তর ২৪ পরগণায় সংক্রমণ দুশোর কাছাকাছি এসে গিয়েছে।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৭২ এবং উত্তর ২৪ পরগণায় ২০৭ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ১৮৭ এবং ৩২২ জন। কলকাতায় ১১ আর উত্তর ২৪ পরগণায় ১৫ জন কোভিডরোগীর মৃত্যু হয়েছে। কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৬ হজার ৭৭১, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ১৪ হাজার ৪৫৫। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ৯২৯ জন এবং উত্তর ২৪ পরগণায় ৩ হাজার ৩৯ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৪৮৫৯ এবং ৪৪০৯ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
রাজ্যের বাকি জেলাগুলিতেও ব্যাপক ভাবে কমছে সংক্রমণ। এর মধ্যে পুরুলিয়ায় মাত্র তিন জন আক্রান্ত হয়েছেন। দেখে নিন গত ২৪ ঘণ্টায় চিত্রটা কেমন ছিল
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত – ২২
সুস্থ হলেন – ৩৭
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত – ৯৮
সুস্থ হলেন – ৭৯
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত – ১৭১
সুস্থ হলেন – ১২৭
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত – ৩০
সুস্থ হলেন – ২১
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত – ১০৫
সুস্থ হলেন – ১২৭
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত – ৩৫
সুস্থ হলেন – ৩৩
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত – ১১
সুস্থ হলেন – ২২
৮) মালদহ
নতুন করে আক্রান্ত –১০
সুস্থ হলেন – ১৬
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত – ৮
সুস্থ হলেন – ১৫
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত – ১০৭
সুস্থ হলেন – ১১০
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত – ৩৫
সুস্থ হলেন – ২৪
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –৪৫
সুস্থ হলেন – ৪৩
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত – ৫৩
সুস্থ হলেন – ৪২
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত – ৭৪
সুস্থ হলেন – ৬৭
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত –৩
সুস্থ হলেন – ৭
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত – ১৫১
সুস্থ হলেন – ১৮৭
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত –১২৪
সুস্থ হলেন – ১০৫
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত – ৫৩
সুস্থ হলেন –২৭
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত – ১১৫
সুস্থ হলেন – ১৩৮
২০) হুগলি
নতুন করে আক্রান্ত – ১০৮
সুস্থ হলেন – ১৫০
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত – ১১৫
সুস্থ হলেন – ১৫১











































