জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। পুনর্গননার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করলেন তিনি।
প্রসঙ্গত, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা ৯৪১ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী সৌজিত সিংহকে। এরপর থেকেই ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। এই অভিযোগের ভিত্তিতেই পুনর্গননার আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করলেন তিনি।
এবিষয়ে বিজেপি প্রার্থী সৌজিত সিংহ পুনর্গননা হলে জলপাইগুড়ি বিধানসভা নির্বাচনের চিত্রটাই সম্পূর্ণ পাল্টে যাবে বলেই দাবী করেন এদিন।