কয়েক কোটি টাকা ক্ষতির মুখে উত্তরের আনারস চাষীরা

লকডাউনের জেরে সংকটে উত্তরের আনারস চাষীরা। শিলিগুড়ির বিধাননগরের খ্যাতি আনারস চাষের জন্যে উত্তরবঙ্গের অন্যত্র মিলিয়ে মোট ২০ হাজার হেক্টর জমিতে আনারস চাষ হয়ে থাকে। সারা বছরই  আনারসের চাষ হয় এই সব জায়গায়। এই সময়ে ফলন সবচাইতে বেশী হয়।তবে লকডাউনের জেরে বন্ধ গাড়ি চলাচল।

মূলত, দ্বিতীয় বৃহত্তম আনারস চাষ হয় শিলিগুড়ি মহকুমার বিধাননগরে। সেখানেই আনারসের এই মন্দা দামে মাথায় হাত চাষীদের। ফসল বেচেই ঋণ মহাজনের টাকা শোধ করেন চাষিরা। টাকা শোধতো দুরের কথা,খরচের টাকা তোলাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিধাননগরের কোল্ডস্টোরেজ অবস্থায় শোচনীয়। কোটি টাকা খরচ করে কোল্ডস্টোরেজ হলেও পরিচর্যার অভাবে নাম লিখিয়েছে বাতিলের খাতায়। আনারস থেকে অন্যান্য প্রক্রিয়াজাত খাবারের কোম্পানিও দীর্ঘদিন ধরে বন্ধ। প্রশাসনের থেকেও মেলেনি কোনও সদুত্তর।

এই পরিস্থিতিতে আনারস কৃষকদের সবথেকে বড় সমস্যা এখন ঋণশোধ। সরকারি সাহায্যই একমাত্র সমস্যার সমাধান করতে পারে বলে মনে করছেন জেলার চাষীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here